তুমি যদি বল
- আবু রায়হান মিছবাহ ০৬-০৫-২০২৪

আসলেই মানুষ ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে পারে! ...সব...সব...!

তুমি যদি বল...
আমি তোমার জন্য জীবন দিব।

তুমি যদি বল...
আমার বাহ্যিক দু'চোখ তোমাকে দিয়ে দিব।যানো...! আমার কোনো কষ্ট হবে না,কারণ হ্রদয়ের চক্ষু দিয়ে আমি তোমাকে দেখবো।
তুমি যদি বল...
আমি তোমাকে আর ডাকবো না,আর পথের ধারে তোমাকে দেখার অপেক্ষায় দাঁড়াবো না। যানো...! তাও আমার কোন কষ্ট অনুভব হবে না,কারণ তোমার ছবি বুকের পাঁজরে স্বর্ণ দিয়ে অংকন করেছি,যত দিন আমি বেঁচে থাকবো ততদিন তুমি বেঁচে থাকবে আামার বুকের ভিতরে।

তুমি যদি বল...
আমায় ছাড়া তুমি সুখি হবে। সত্যি আমি হাত বাড়াবো না তোমার সুখের দুয়ারে।খাড়াবো না কাটা হয়ে সুখের পথে।কারণ আমি সুখের বিনিময়ে তোমার দু:খ্য নিতে চেয়েছি।

তুমি যদি বল...
একটা জিনিষ পারবনা, মরেগেলেও না, সেটা হল....তোমাকে ভুলে যেতে।আমি কিছুই চাইনা শুধু তোমাকে ভালোবেসে বেঁচে থাকতে চাই। দয়াকরে তুমি এই অধিকার টুকু আমার থেকে কেরে নিওনা। আমি পারবনা তোমায় ভুলে যেতে! আমার দেহের একটি পশমও যদি জীবিত থাকে,তবে সেই পশমের গোড়া থেকে এই কথাই বের হবে..... I Love U

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।